নগরীতে তিন দিনব্যাপী রাজশাহীর  উদ্যোক্তা ইনডোর কার্নিভালের উদ্বোধন

নগরীতে তিন দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা ইনডোর কার্নিভালের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর উদ্যোক্তা এডমিন প্যানেলের উদ্যোগে তিন দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা ইনডোর কার্নিভাল-২০২৩ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে নগরীর মধুবন কনভেনশন হলে রাজশাহী উদ্যোক্তা ইনডোর কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবী ও নারী নেত্রী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী।। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  নগরীতে আইন অমান্য করে স্যাম্পল ঔষধ বিক্রি

মেলায় ২২টি স্টল রয়েছে। রাজশাহীর উদ্যোক্তা ইনডোর কার্নিভাল তিনদিনের এ আয়োজন প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  আদালতে হাজিরা দিয়ে হাজতখানায় নেওয়ার সময় পালিয়ে গেলেন আসামি

অনুষ্ঠানে এফডব্লিউসিএর নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম, চেম্বার অব কমার্সের সদস্য ও ওয়েসিস ড্রিংকিং ওয়াটারের চেয়ারম্যান রফিকুল ইসলাম স্বাধীন, রাজশাহী উদ্যোক্তা এডমিন প্যানেলের সদস্য তাসনিম আরা, নাফিসা তাসনিম ঝিলিক, ফারনাজ ইসলাম খান, মোঃ আব্দুল মতিন সোহাগ, মোঃ ইরফানুল হক সুমিত এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পুঠিয়া পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডে পুড়েছে টিসিবির পণ্য

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *