• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

প্রান্তিক খামারীদের মাঝে বিনামূল্যে নাবিল ফিড বিতরণ

প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৫২

প্রান্তিক খামারীদের মাঝে বিনামূল্যে নাবিল ফিড বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি : সিটি ব্যাংকের কৃষিতে বিশেষ সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে প্রান্তিক খামারীদের মাঝে মাছ ও মুরগি’র ফিড বিতরণ কার্যক্রম পরিচালনা করে আন্তর্জাতিক মানের বেসরকারি সংস্থা হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সিটিব্যাংকের প্রান্তিক খামারিদের বিনামূল্যে এই মানসম্মত ফিড বিতরণ অনুষ্ঠান বাস্তবায়নে বেসরকারি সংস্থা হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগী সংগঠন হিসাবে দায়িত্ব পালন করে। সিটিব্যাংক ও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ পর্যবেক্ষণে নাবিল ফিড মানসম্মত ফিড হিসেবে মনোনীত হয়। এ উপলক্ষে রাজশাহীর বামুন শিখরে অবস্থিত নাবিল গ্রুপের আর এন্ড ডি সেন্টারে গতকাল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে পাঁচ শতাধিক প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে ৬০ টন নাবিল ফিড বিতরণ করা হয়। ফিড বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর, কান্ট্রি ডিরেক্টর মিসেস নুরুন নাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর সাপ্লাই চেইন ডিরেক্টর কাজী সিব্বির আহমেদ, সিটি ব্যাংকের এএমডি এন্ড সিএফও মোহাম্মদ মাহবুবুর রহমান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিবিও শেখ মোহাম্মাদ মারুফ। সমাপনী বক্তব্য রাখেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোঃ জাহান বক্স মন্ডল।

আরও পড়ুনঃ  ‘লাট সাহেব’ বলায় রিকশাচালককে জুতাপেটা করলেন সমাজসেবা কর্মকর্তা

প্রধান অতিথি জনাব শেখ মোহাম্মাদ মারুফ বলেন “সিটি ব্যাংক দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে। সে ধারাবাহিকতায় প্রান্তিক খামারিদের মাঝে আজকের এ ফিড বিতরণ অনুষ্ঠান। বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি এ কৃষকের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত”।

আরও পড়ুনঃ  বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675