হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর হাজিপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে জিল্লুর রহমান (৩০) সোমবার সকালে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি একটি কিটনাশক কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ছিলেন। এছাড়াও শ্রীপুর জামতলা মোড়ে তার একটি ইলেক্ট্রনিক্স্রের দোকান রয়েছে।
পরিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১১সেপ্টেম্বর) সকালে জিল্লুর রহমান গ্রামের বাড়ি থেকে সকালের খাবার খেয়ে রাজশাহীর একটি ক্লিনিকে ভর্তি তার অসুস্থ স্ত্রীকে দেখতে রওনা হন। তিনি তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহীর নওদাপাড়া এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে একটি দ্রুত গতির ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সে মোটর সাইকেলসহ ছিটকে রাস্তার পাশে পড়ে যান। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দুপুরে নিহতের মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌছলে সেখানে শোকের ছায়া নেমে আসে। জানাযা শেষে পরিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। স্বজনরা জানান, অসুস্থ স্ত্রীকে আর শেষ দেখা হলো না জিল্লুরের। তার আগেই তিনি পরপারে পাড়ি জমালেন।