এডিসি হারুনকে পাঠানো হলো রংপুরে

এডিসি হারুনকে পাঠানো হলো রংপুরে

অনলাইন ডেস্ক : ছাত্রলীগের দুই নেতাকে পেটানোর ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদকে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আজ (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার হারুনকে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  আদালতে হাজিরা দিয়ে হাজতখানায় নেওয়ার সময় পালিয়ে গেলেন আসামি

গেল শনিবার রাতে ছাত্রলীগের ২ নেতাকে শাহবাগ থানায় মারধর করেন এডিসি হারুন। ওই ঘটনার জেরে রাতে শাহবাগ থানার সামনে ভিড় করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মধ্যরাতে থানায় গিয়ে ঘটনার মীমাংসা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  উৎসব উদযাপনে দেশবাসীকে অনুপ্রাণিত করছে সরকার: রিজওয়ানা হাসান

পরদিন রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয় এডিসি হারুন অর রশিদকে। এরপর একইদিন তাকে ২ বার বদলির আদেশ দেওয়া হয়। সবশেষ সোমবার হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত করার পর তাকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। আজ তাকে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হলো।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *