Home আইন আদালত বাল্যবিয়ে মুক্ত রাজশাহীর ৫ গ্রাম

বাল্যবিয়ে মুক্ত রাজশাহীর ৫ গ্রাম

বাল্যবিয়ে মুক্ত রাজশাহীর ৫ গ্রাম

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলার পাঁচটি গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হেসেন এ ঘোষণা দেন।

বাল্যবিয়ে মুক্ত গ্রামগুলো হলো- তানোর পৌরসভার ধানতৈড়, মুণ্ডুমালা পৌরসভার মাহালীপাড়া, পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর, সরনজাই ইউনিয়নের সরকারপাড়া ও তালন্দ ইউনিয়নের দেবীপুর গ্রাম।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে উপজেলার এই পাঁচ গ্রামকে বাল্যবিয়ে মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হেসেন বলেন, আজ থেকে এই পাঁচ গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে পর্যায়ক্রমে তানোর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত করা হবে।

এসময় তিনি পাঁচ গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করে স্থানীয় জন প্রতিনিধি, সাধারণ মানুষ, সরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সবাইকে বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুল হক, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, তানোর পৌর প্যানেল মেয়র আরব আলী ছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here