রাজশাহীতে বহিষ্কৃত ছাত্রলীগ নেতার হামলায় যুবলীগ নেতা আহত

রাজশাহীতে বহিষ্কৃত ছাত্রলীগ নেতার হামলায় যুবলীগ নেতা আহত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম ওরফে তরিক এবং তার সশস্ত্র ক্যাডারদের হামলায় আনোয়ার হোসেন মানিক নামে এক যুবলীগ নেতা আহত হয়েছেন। রাজশাহী মহানগর যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মানিককে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর মেহেরচণ্ডি দায়রাপাকের মোড়ে এ ঘটনা ঘটেছে।

আহত যুবলীগ নেতা মানিক জানান, আগামী ২৬ সেপ্টেম্বর রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন। সম্মেলনের জন্য তিনি দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। মেহেরচণ্ডি এলাকায় পৌছালে রাজশাহী মহানগর ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তরিকের নেতৃত্বে শাকিল, আশিক, সনেট, অপু, আরিফ আদর এবং রুবেলসহ ৮ থেকে ১০জন তার পথরোধ করে।

আরও পড়ুনঃ  ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল

এরপর তরিক এবং শাকিল রিভলবার বের করে। একপর্যায়ে তরিকের অন্য সহযোগী আশিক ও সনেট তার পেটে ছুরিকাঘাত করার চেষ্টা করে। এসময় তিনি হাত দিয়ে প্রতিরোধ করা চেষ্টা করেন। ফলে হাতে ছুরির আঘাতে আহত হন। এছাড়া তার মাথার সামনের অংশে ছুরিকাঘাত করা হয়েছে। মাথার পেছনেও রয়েছে লাঠির আঘাত।

আরও পড়ুনঃ  আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) আনুগত্যই একমাত্র মুক্তির পথ- ড. মাওলানা কেরামত আলী

যুবলীগ নেতা মানিক বলেন, যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে আমার ওপর হামলা করা হয়েছে। মাথা ও হাত ছাড়াও শরীরের বিভিন্ন অংশে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। তরিক চিহ্নিত সন্ত্রাসী এবং ছিনতাইকারী। তার বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় দেড় ডজেনের অধিক মামলা রয়েছে। আমার ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুনঃ  বাগমারায় গাড়ি উল্টে এসএসসির ১৮ পরীক্ষার্থী আহত

এ ব্যাপারে মহানগরীর চন্দ্রিমা থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, মাদক, অস্ত্র এবং ছিনতাইয়ের ঘটনায় তরিককে গত ১৯ আগস্ট ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি বহিষ্কার করেছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *