
স্টাফ রিপোর্টার: তিন দিনের সরকারী সফরে রাজশাহী এসেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার তিনি রাজশাহী আসেন। আগামী রোববার পর্যন্ত তিনি নিজের নির্বাচনী এলাকা রাজশাহীর বাঘা ও চারঘাটে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।
শুক্রবার জেলা তথ্য অফিসের এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে। তথ্য বিবরণীতে জানানো হয়, রোববার সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সড়কপথে বাঘার আড়ানি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।