স্টাফ রিপোর্টার: ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিব উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার নগর ভবনে আলোচনা সভা এবং ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে তাৎক্ষণিক সেবা প্রদান কর্মসূচিসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
নগর ভবনের সরিৎ দত্ত সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। বক্তব্য দেন রাসিকের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো নুর-ই-সাঈদ প্রমুখ।