Home রাজশাহী রাজশাহীতে স্বামীর আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

রাজশাহীতে স্বামীর আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

রাজশাহীতে স্বামীর আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে কোহিনুর বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। এই নারী উপজেলার মালিপাড়া গ্রামের আমজাদ আলীর স্ত্রী।

নিহত কোহিনুর বেগমের ভাই সুলতান ইসলাম জানান, আমজাদ নেশাগ্রস্ত। গত ৭ সেপ্টেম্বর রাতে কোহিনুর এবং আমজাদের মধ্যে নেশার টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে কোহিনুরের গায়ে আগুন ধরিয়ে দেন তার স্বামী আমজাদ আলী। পরদিন সকালে তার পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালীন রোববার ভোরে তার মৃত্যু হয়।

পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, আমজান হোসেন একজন নেশাগ্রস্ত মানুষ। তিনি তার স্ত্রী সন্তানদেরকে কোন সাহায্য সহযোগিতা করেন না। মৃত কোহিনুর অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের খরচ চালাতেন। স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার দিন থেকেই আমজাদ আলী পলাতক রয়েছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনও থানায় কোন মামলা হয়নি। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here