• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে স্বামীর আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:০৬

রাজশাহীতে স্বামীর আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে কোহিনুর বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। এই নারী উপজেলার মালিপাড়া গ্রামের আমজাদ আলীর স্ত্রী।

নিহত কোহিনুর বেগমের ভাই সুলতান ইসলাম জানান, আমজাদ নেশাগ্রস্ত। গত ৭ সেপ্টেম্বর রাতে কোহিনুর এবং আমজাদের মধ্যে নেশার টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে কোহিনুরের গায়ে আগুন ধরিয়ে দেন তার স্বামী আমজাদ আলী। পরদিন সকালে তার পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালীন রোববার ভোরে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে যুবককে তুলে নিয়ে চোখ উৎপাটন ও পায়ের রগ কর্তন, আটক ১

পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, আমজান হোসেন একজন নেশাগ্রস্ত মানুষ। তিনি তার স্ত্রী সন্তানদেরকে কোন সাহায্য সহযোগিতা করেন না। মৃত কোহিনুর অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের খরচ চালাতেন। স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার দিন থেকেই আমজাদ আলী পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ  ‘লাট সাহেব’ বলায় রিকশাচালককে জুতাপেটা করলেন সমাজসেবা কর্মকর্তা

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনও থানায় কোন মামলা হয়নি। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675