রাজশাহীতে মাদক মামলায় যুবকের  যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহীতে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সুজন আলী (২৯) নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বাঘায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি সুজন আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুর গ্রামে। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  বাঘায় উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন 

তিনি জানান, ২০২০ সালের ৩১ মে গোদাগাড়ী থানা পুলিশ উপজেলার সিঅ্যান্ডবি মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ সুজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। সেই মামলার বিচার শেষে আদালত এ রায় ঘোষণা করলেন। আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকায় অপহৃত মাদ্রাসা শিক্ষক রাজশাহীতে উদ্ধার, গ্রেপ্তার ৪

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *