
স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ প্রণয়নের জন্য অংশীজনের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রুয়েটের হল রুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, রুয়েটে শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে এবং সকল কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে অবশ্যই জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করতে হবে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় রুয়েটের সকল অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রশাসক ও পরিচালক, দপ্তর প্রধান, বিভিন্ন কমিটির ফোকাল পয়েন্ট ছাড়াও রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক এবং রুয়েটের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এই অংশগ্রহণ করেন এবং নিজেদের মতামত তুলেন ধরেন।