তত্ত্বাবধায়ক ছাড়া দেশে নির্বাচন  হবে না: জয়নুল আবেদীন

তত্ত্বাবধায়ক ছাড়া দেশে নির্বাচন হবে না: জয়নুল আবেদীন

স্টাফ রিপোর্টার: তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক সভাপতি ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আহবায়ক জয়নুল আবেদীন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশও নেবে না।

‘আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরপেক্ষ নির্বাচন দাবি’ নিয়ে বুধবার দুপুরে রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর ভুবনমোহন পার্কে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট, রাজশাহী এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে পদযাত্রা বের করা হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

সমাবেশে জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের আন্দোলন এখন শেষ অবস্থায়। সেই আন্দোলন হলো দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। অনেকে বলেছে এই কথা শুনেই শেখ হাসিনার কলিজা কেপেছে। তাই পাশের দেশে গেছে। অনেক রিকোয়েস্ট করে একটা সেলফি তুলে প্রচার করছেন- “আমেরিকার আমাদের সাথে আছে।” এরপর ফ্রান্সের রাষ্ট্রপ্রধানকে আনলেন। এতকিছু করেও পার পাওয়া যাচ্ছে না।’

আরও পড়ুনঃ  ঢাকায় দুর্বৃত্তদের হাতে খুন দুর্গাপুরের বিপ্লব

তিনি বলেন, ‘অনেকবার বলেছি আমাদের নেত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান। আপনি প্রতিহিংসার কারণে তাকে বিদেশে যেতে দেননি। আপনার দিন প্রায় শেষ হয়ে গেছে। বেগম খালেদা জিয়াও মুক্তি পাবে। গণতন্ত্র মুক্তি পাবে এবং বিচারবিভাগও স্বাধীন হবে।’

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন সম্পাদক ও ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্টের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল, রাজশাহী রাজশাহী ইউনিটের আহ্বায়ক আবুল কাশেম, রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক রইসুল ইসলাম, ফ্রন্টের রাজশাহী বার ইউনিটের সদস্য সচিব এজাজুল হক এজাজ, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইসা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাজশাহী ইউনিটের সভাপতি মাইনুল হাসান পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পুঠিয়া পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডে পুড়েছে টিসিবির পণ্য

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *