• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

তত্ত্বাবধায়ক ছাড়া দেশে নির্বাচন হবে না: জয়নুল আবেদীন

প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১৫

তত্ত্বাবধায়ক ছাড়া দেশে নির্বাচন হবে না: জয়নুল আবেদীন

স্টাফ রিপোর্টার: তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক সভাপতি ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আহবায়ক জয়নুল আবেদীন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশও নেবে না।

‘আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরপেক্ষ নির্বাচন দাবি’ নিয়ে বুধবার দুপুরে রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর ভুবনমোহন পার্কে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট, রাজশাহী এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে পদযাত্রা বের করা হয়।

আরও পড়ুনঃ  গরম পানিতে দগ্ধ হয়ে রাজশাহী কারাগারের এক কয়েদির মৃত্যু

সমাবেশে জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের আন্দোলন এখন শেষ অবস্থায়। সেই আন্দোলন হলো দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। অনেকে বলেছে এই কথা শুনেই শেখ হাসিনার কলিজা কেপেছে। তাই পাশের দেশে গেছে। অনেক রিকোয়েস্ট করে একটা সেলফি তুলে প্রচার করছেন- “আমেরিকার আমাদের সাথে আছে।” এরপর ফ্রান্সের রাষ্ট্রপ্রধানকে আনলেন। এতকিছু করেও পার পাওয়া যাচ্ছে না।’

আরও পড়ুনঃ  ‘নিষিদ্ধ সংগঠনের’ বিশৃঙ্খলার চেষ্টা ঠেকাতে তৎপর র‌্যাব

তিনি বলেন, ‘অনেকবার বলেছি আমাদের নেত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান। আপনি প্রতিহিংসার কারণে তাকে বিদেশে যেতে দেননি। আপনার দিন প্রায় শেষ হয়ে গেছে। বেগম খালেদা জিয়াও মুক্তি পাবে। গণতন্ত্র মুক্তি পাবে এবং বিচারবিভাগও স্বাধীন হবে।’

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন সম্পাদক ও ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্টের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল, রাজশাহী রাজশাহী ইউনিটের আহ্বায়ক আবুল কাশেম, রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক রইসুল ইসলাম, ফ্রন্টের রাজশাহী বার ইউনিটের সদস্য সচিব এজাজুল হক এজাজ, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইসা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাজশাহী ইউনিটের সভাপতি মাইনুল হাসান পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২২

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675