• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ধর্ষণ মামলার আসামি

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ১:০১

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ধর্ষণ মামলার আসামি

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি পদের প্রার্থী হিসেবে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন ধর্ষণ মামলার এক আসামি। এ নিয়ে ছাত্রলীগের অন্যান্য পদপ্রত্যাশীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সভাপতি পদপ্রত্যাশী এই নেতার নাম সোহানুর রহমান সোহাগ। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।

সোহাগ বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। গত বছর তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন প্রতিবেশী এক গৃহবধূ (২২)। মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। তবে মামলাটি ষড়যন্ত্রমূলক দাবি করেছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা।

ওই গৃহবধূ তার অভিযোগে বলেন, গত বছরের ২৪ সেপ্টেম্বর তার বাসায় গিয়ে ধর্ষণ করেন ছাত্রলীগ নেতা সোহাগ। বিষয়টি জানাজানি হলে লোকলজ্জায় ২ অক্টোবর কীটনাশক পান করে তিনি আত্মহত্যার চেষ্টা চালান। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হয়ে ৪ অক্টোবর স্বামীর সঙ্গে বাঘা থানায় মামলা করতে যান। তবে পুলিশ মামলা না নিয়ে ফিরিয়ে দেয়। এ কারণে রাজশাহীর আদালতে গিয়ে তিনি মামলা করেন।

মামলার বাদীপক্ষ জানিয়েছে, আদালতে মামলা করলেও পুলিশ দায়সারাভাবে তদন্ত করে। এরপর আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। এই প্রতিবেদন পাওয়ার পর নিম্ন আদালত মামলাটি খারিজ করে দেন। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়। সম্প্রতি উভয়পক্ষের শুনানি শেষে উচ্চ আদালত মামলাটি চালু রাখার নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুনঃ  রমজানে পণ্যের সংকট হবে না-বিভাগীয় কমিশনার

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘প্রথমবার আমাকে ধর্ষণের ভিডিও করে রেখেছিল সোহাগ। এটি দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করছিল। ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে আরও কয়েকদফা ধর্ষণ করে। আসামি প্রভাবশালী বলে পুলিশ মামলা নেয়নি। আদালতে মামলা করলেও পরে এমনভাবে প্রতিবেদন দেওয়া হয় যেন আসামি পার পেয়ে যায়। এখন আসামি চোখের সামনেই ঘোরাফেরা করছে। তার শাস্তি হচ্ছে না। এ কারণে আমার কষ্ট হয়।’

বাদীপক্ষের উচ্চ আদালতের আইনজীবী মার্জিনা রায়হান মদীনা বলেন, মামলাটা নিম্ন আদালতে খারিজ করা হয়েছিলো। তার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়। কয়েকদিন দুইপক্ষের আইনজীবীকে নিয়ে উচ্চ আদালতে শুনানি হয়েছে। এতে মামলাটা চালু রাখার আমাদের যে আবেদন তা মঞ্জুর হয়েছে। উচ্চ আদালত বলেছেন, যে তদন্ত প্রতিবেদন নিম্ন আদালতে এসেছিল, তা দিয়েই মামলাটা চালু রাখা যেত। এখন মামলাটা চলমান।

আরও পড়ুনঃ  রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মামলার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা সোহাগ বলেন, ‘আমি রাজনীতি করি, রাজনীতি করতে গেলে মামলা-হামলা হবেই। রাজনৈতিক প্রতিপক্ষরাই মামলাটা করিয়েছে। তবে মামলাটা মিথ্যা। আমাকে এ মামলায় এখনও জামিনও নিতে হয়নি।’ তিনি বলেন, ‘একটা পদ থেকে সবাই আরেকটা বড় পদে যেতে চায়। সে জন্য আমিও জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হয়েছি। এখন কমিটি ঘোষণার আগে এসব বিষয় সামনে আনা হচ্ছে।’

এর আগে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাজশাহী জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয়েছিল সাকিবুল ইসলাম রানাকে। তার বাড়িও ছিল বাঘায়। তিনি সভাপতি থাকাকালে তার একটি ফোনকল রেকর্ড ফাঁস হয়। এতে নিজেকে ‘চিটারের সর্দার’ দাবি করে ওই ছাত্রলীগ নেতাকে দলের এক নারী কর্মীকে অশালীন প্রস্তাব দিতে শোনা যায়।

একই সময় ওই কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিরও একটি ভিডিও ফাঁস হয়। এতে তাকে ফেনসিডিল সেবন করতে দেখা যায়। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের অক্টোবরে কেন্দ্রীয় ছাত্রলীগ সাকিবুল ইসলাম রানাকে বহিষ্কার করে এবং জাকির হোসেন অমিকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়। একইসঙ্গে জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকে জেলা ছাত্রলীগের কোন কমিটি নেই। বুধবার কর্মীসভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণার কথা ছিল।

আরও পড়ুনঃ  বাসে ডাকাতি ও শ্লীলতাহানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

তবে শেষ মূহুর্তে এই কর্মীসভা স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে দ্রুত সময়ের মধ্যেই কমিটি ঘোষণা করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে। এর আগে সম্মেলনের জন্য জীবন বৃত্তান্ত জমা নেওয়া হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য দুই শতাধিক জীবন বৃত্তান্ত জমা পড়েছে। এদের মধ্যে ডজনখানেক নেতা শীর্ষ পদ পাওয়ার জন্য দৌড়ঝাপ করছেন। তাদের মধ্যে ধর্ষণ মামলার আসামি সোহানুর রহমান সোহাগও আছেন।

এ ধরনের বিতর্কিতদের ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বিতর্কিত কোন ব্যক্তি কমিটিতে আসতে পারবেন না। আমাদের কাছে জীবনবৃত্তান্ত জমা আছে। সবার সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। দু’একদিনের মধ্যে আবার সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। তারপর পরিচ্ছন্নদেরই নেতৃত্বে আনা হবে।

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১০:৫৩
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১০:৫৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675