• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ডিউটির স্থানে টাটকা খাবার পাবেন পুলিশ সদস্যরা

প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ৯:২৫

ডিউটির স্থানে টাটকা খাবার পাবেন পুলিশ সদস্যরা

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদস্যরা যেখানে দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন, সেখানেই পাবেন টাটকা খাবার। এ জন্য আরএমপিতে যুক্ত করা হলো ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’।

রোববার দুপুরে আরএমপি পুলিশ লাইন্সে এই ভ্যানের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৫

এ সময় তিনি বলেন, ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যানের মাধ্যমে এখন থেকে পুলিশ সদস্যরা তাদের ডিউটি পোস্টে গরম ও মানসম্মত খাবার পাবেন। ফলে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি পাবে।’ তিনি বলেন, খুব শিঘ্রই আরএমপিতে স্মার্ট কিচেনও চালু করা হবে। সেখানে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675