স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার ধোপাঘাটা বাজারে অভিযান চালিয়ে ২ হাজার ১১৫ পিস ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম উজ্জল হোসেন (৩০)। রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল পশ্চিমপাড়া গ্রামে তার বাড়ি।
মঙ্গলবার রাত ৮টার দিকে র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এ ব্যাপারে পবা থানায় উজ্জলের বিরুদ্ধে রাতেই একটি মামলা করা হয়েছে।