মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৭

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৭

অনলাইন ডেস্ক : মেক্সিকোতে রোববার একটি গির্জার ছাদ ধসে পড়ায় কমপক্ষে সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
খবর এএফপি’র।
তামউলিপাস রাজ্য সরকারের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মেক্সিকোর উত্তর-পূর্ব উপকূলীয় শহর সিউদাদ মাদেরোতে এ ছাদ ধসের ঘটনায় সাতজনের মৃত্যুর নিশ্চিত এবং ১০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
মুখপাত্র আরও বলেন, রোববার বিকেলের এ ঘটনায় আরও অনেকে সেখানে আটকা পড়ে আছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
স্থানীয় গণমাধ্যমে পরিবেশিত খবরে বলা হয়, সান্তা ক্রুজ প্যারিসের ধ্বংস্তুপের নীচে কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে। ছাদ ধসে পড়ার সময় খ্রিস্টান ধর্মাবলম্বীরা সেখানে তাদের একটি ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করছিল।
সামাজিক যোাগযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও ফুটেজে স্থানীয় ডায়োসিসের বিশপ হোসে আরমান্দো আলভারেজ বলেন, ‘ধর্মীয় একটি অনুষ্ঠান চলাকালে গির্জাটির ছাদ ধসে পড়ায় আমাদের একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এখন তারা ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া লোকদের বাঁচাতে প্রয়োজনীয় কাজ করছে।’
রেডক্রসের এক উদ্ধারকর্মী মিলেনিও টেলিভিশনকে বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ, দুর্ঘটনার সময় ওই গির্জায় প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন।
টিভি চ্যানেলের ভিডিও ফুটেজে কয়েক ডজন লোককে বাচাঁতে ধসে গির্জার ছাদের কিছু অংশ খুঁটি দিয়ে ধরে রাখার চেষ্টা করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ  ভারতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ বছরের পুরোনো মসজিদ

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *