Home আন্তর্জাতিক ইসরায়েলে নিহত বেড়ে প্রায় ১৪শ

ইসরায়েলে নিহত বেড়ে প্রায় ১৪শ

ইসরায়েলে নিহত বেড়ে প্রায় ১৪শ

অনলাইন ডেস্ক: হামাসের সঙ্গে সংঘাতে নিহতের নতুন সংখ্যা জানাল ইসরায়েল। রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত ইরায়েলে নিহতের সংখ্যা এক হাজার ৪০০।
বিবিসি
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ইসরায়েল গাজায় হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বোমা ও বিমান হামলায় সেখা নিহত বেঁড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪৫০ জনে। আহত হয়েছেন অন্তত্য ৯ হাজার ২০০ জন। আল জাজিরা।

জাতিসংঘ বলছে, গাজায় সাত দিনে ১০ লাখের মতো লোক বাস্তুচ্যুত হয়েছে। সাহায্য সংস্থাগুলো বলছে, অবরুদ্ধ উপত্যকাটিতে বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়েছে।

ইসরায়েল গাজা সীমান্তে ট্যাংক ও বিভিন্ন যুদ্ধাস্ত্র এনে মোতায়েন করছে। সামরিক বাহিনী টানা বোমা হামলা চালিয়েছে।

এদিকে, হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় একজন নিহত হওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন লক্ষ্য করে হামলা চালাচ্ছে। লেবানন সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

হামাসের আল-কাশেম ব্রিগেডস বলছে, তারা লেবানন থেকে দুটি ইসরায়েলি বসতিতে হামলা চালিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here