Home আন্তর্জাতিক গাজার পাশে কুয়েতের ৬০ হাজার দাতা

গাজার পাশে কুয়েতের ৬০ হাজার দাতা

গাজার পাশে কুয়েতের ৬০ হাজার দাতা

অনলাইন ডেস্ক: ইসরাইলের পালটা আক্রমণে গাজায় চলছে ভয়াবহ বিপর্যয়। বাসস্থান, খাদ্য, পানি সব কিছুতেই দেখা দিয়েছে সংকট।

গাজার এ সংকটকালীন সময়ে পাশে এসে দাঁড়িয়েছে দেশটির সমর্থনে থাকা বিভিন্ন মুসলিম রাষ্ট্র। সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসা এমনই এক দেশ কুয়েত।

গাজার সমর্থনে কুয়েতে তৈরি হয়েছে রিলিফ ফান্ড। গাজার মানবিক পরিস্থিতি মোকাবিলায় ‘ফিলিস্তিনের জন্য ফাজা’ শিরোনামে একটি প্রচার অভিযান চালানো হয়।

বিষয়টিকে নেতৃত্ব দেন ওমর আল-থুওয়াইনি। ফান্ডটিতে অংশ নিয়েছে ৬০,০০০ দাতা এবং এখন পর্যন্ত ৩ মিলিয়ন দিনার আর্থিক সহায়তা জোগার করা হয়েছে।

কুয়েত নিউজ এজেন্সি জানায়, কুয়েতের সামাজিক বিষয়ক, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সমন্বয় ও তত্ত্বাবধানে এই প্রচারণার আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here