Home ঢাকা বিএনপি ফাউল করলেই লাল কার্ড: কাদের

বিএনপি ফাউল করলেই লাল কার্ড: কাদের

বিএনপি ফাউল করলেই লাল কার্ড: কাদের

অনলাইন ডেস্ক : বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘ফাউল করলেই লাল কার্ড। লাল কার্ড তৈয়ার হয়ে আছে। আওয়ামী লীগের অ্যাকশন, যুবলীগের অ্যাকশন…ডাইরেক্ট অ্যাকশন। খেলা হবে। ডাইরেক্ট অ্যাকশন চলবে।’

সোমবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, হত্যা, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে অনুষ্ঠিত এ সমাবেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সভাপতিত্ব করেন।

যুবলীগের নেতা–কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটির খবর রাখেন? ১৮ (অক্টোবর) তারিখ সামনে রেখে মির্জা ফখরুল…বিএনপি ডিসেম্বর মাসের (২০২২) মতো তাদের নেতা-কর্মীদের সারা বাংলাদেশ থেকে ঢাকায় আনতে শুরু করেছে। হোটেলগুলোতে সিট খালি নাই। সব সিট তারা বুক করে ফেলেছে। ঢাকা শহরে নতুন বাড়ি হচ্ছে, খালি ফ্ল্যাট আছে, সব তারা বুক করে ফেলেছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার গত বছরের ডিসেম্বর মাসের মতো সরকার পতনের স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ফখরুলের আন্দোলন, বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপিই হচ্ছে ভুয়া।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জয়দেব নন্দীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here