• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ছাত্রলীগের কমিটি নিয়ে উত্তপ্ত রাবি ক্যাম্পাস

প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ৯:৫৭

ছাত্রলীগের কমিটি নিয়ে উত্তপ্ত রাবি ক্যাম্পাস

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্যাম্পাসে ঢুকতে পারেন এমন খবরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ কাজলা গেটে তালা দিয়েছেন পদবঞ্চিতরা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এবং পরবর্তীতে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের বিক্ষুব্ধ পদবঞ্চিতরা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে তালা খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের তোপের মুখে ফি কমানোর আশ্বাস রাজশাহী কলেজ অধ্যক্ষর

আন্দোলনরত পদবঞ্চিতদের দাবি, সভাপতি ও সাধারণ সম্পাদক বহিরাগত নিয়ে ক্যাম্পাসে আসতে চান। তাদের উদ্দেশ্য ক্যাম্পাসকে অস্থিতিশীল করা। এজন্য তারা তালা ঝুলিয়ে দিয়েছেন।

এর আগে, ছাত্রলীগের এই একাংশই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, বিতর্কিত কমিটির নেতাদের তারা ক্যাম্পাসে প্রবেশ করতে দেবেন না। আন্দোলনরত পদবঞ্চিতদের নেতা রাবি ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি শাহিনুর ইসলাম সরকার ডন বলেন, গালিব ও বাবু বহিরাগত নিয়ে ক্যাম্পাসে ঢুকতে চায়। তাদের উদ্দেশ্য ক্যাম্পাস অস্থিতিশীল করা। বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকতে দেব না। এজন্যই আমরা গেটে তালা ঝুলিয়েছি।

আরও পড়ুনঃ  বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে সিয়ামের ভূমিকা অনস্বীকার্য : পীর সাহেব চরমোনাই

এদিকে কমিটি ঘোষণার তিন দিন পরেও নতুন সভাপতি-সম্পাদক ক্যাম্পাসে ঢুকতে পারেননি। এ বিষয়ে সদ্যঘোষিত কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, আমাদের অভিভাবক এ এইচ এম খায়রুজ্জামান লিটন যে নির্দেশনা দেবেন আমরা সে অনুযায়ী ক্যাম্পাসে প্রবেশ করবো। আমরা এখনো তার নির্দেশনার অপেক্ষায় আছি।

আরও পড়ুনঃ  ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে জড়িয়ে সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675