
সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদুর রহমান রিংকুকে সংবর্ধনা দেয়া হয়।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে আজ বুধবার ১১ নভেম্বর দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বোর্ডরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতির উপদেষ্টা সেলিম রেজা, সহ সভাপতি মাহাবুব আলম ও আইনুল হক, যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল আহসান রুবেল, সহ যুগ্ম সম্পাদক আবু তাহের ও রাশেদ ইসলাম, অর্থ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সোহান, তথ্য প্রযুক্তি ও আইটি সম্পাদক নাবিলা নওরিন, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন, নির্বাহী সদস্য লিয়াকত আলী খান সোহেল, গোলাপ সর্দার, মুরশেদ জামান শাকিল প্রমূখ। উল্লেখ্য বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সাধারন সম্পাদক মাসুদুর রহমান রিংকু কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি নির্বাচিত হওয়ায়, সমিতির নেতৃবৃন্দ সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।