স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীতে থাকা ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। শুক্রবার সকালে নগরীর কাদিরগঞ্জে জাতীয় এই নেতার সমাধীস্থলে যান ভারতীয় এই কুটনীতিক।
এ সময় জেলহত্যা দিবস উপলক্ষে তিনি সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ কামারুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মনোজ কুমার। তাঁর সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।