
অনলাইন ডেস্ক: এএফসি কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনাবাগনের বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। রাত আটটায় কিংস অ্যারেনায় ভারতের ক্লাবের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি। এই ম্যাচে কিংসের অন্যতম ফুটবলার শেখ মোরসালিন ও রিমন হোসেনকে বদলি খেলোয়াড়ের তালিকায় রেখেছেন কোচ অস্কার ব্রুজন। গত দুই ম্যাচে তাদের নাম তালিকায় ছিল না।
বাংলাদেশ ফুটবলে উঠতি তারকা শেখ মোরসালিন। জাতীয় দলের হয়ে কয়েক ম্যাচ খেলেই আলোচনায় আসেন কিংসের এই ফুটবলার। তবে এএফসি কাপে কিংসের হয়ে মালদ্বীপ থেকে ফেরার সময় মদ বহনের অভিযোগে হোম ম্যাচে নিষিদ্ধ ছিলেন তিনি।
তদন্ত রিপোর্টে কয়েকজন বিভিন্ন মেয়াদে কয়েক মাসের নিষেধাজ্ঞা দিলেও মোরসালিন ও রিমনকে আর্থিক জরিমানা করা হয়। এরপর তারা ক্লাবে ক্যাম্প করার অনুমতি পান। কয়েক ধাপের প্রক্রিয়া শেষে তারা আজ কিংসের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ডাগ আউটে থাকবেন।