Home রাজশাহী জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা

স্টাফ রিপোর্টার: জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় রাজশাহী নগরীর গণকপাড়ায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল রবিদাস।
বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা দেবাশীষ প্রামাণিক দেবু, জাতীয় অধিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াড়, প্রেসিডিয়াম সদস্য কৃষ্টিনা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি বীরেন বেসরা, নওগাঁর নেতা রূপচাঁদ মাহাতো, রাজশাহী মহানগরের সভাপতি মুকুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক ছোটন বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, জাতীয় আদিবাসী পরিষদের ৯ দফা দাবি নিয়ে রাজপথের সংগ্রাম করতে হবে। সভায় জাতীয় আদিবাসী পরিষদের জেলা কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া সভায় রাজশাহী ও নওগাঁ জেলার তিনজন কেন্দ্রীয় সদস্যকে বহিষ্কার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here