স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অস্ত্র ও হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম নয়ন আলী (৪২)। তার কাছ থেকে দুটি শুটারগান, ৫ রাউন্ড গুলি ও ২৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। র্যাব জানিয়েছে, নয়ন একজন শীর্ষ সন্ত্রাসী। তার বাড়ি রাজশাহী নগরীর শ্যামপুর চরপাড়া মহল্লায়।
রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নয়ন আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি শুটারগান, ৫ রাউন্ড গুলি ও ২৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায়, নয়ন একজন শীর্ষ সন্ত্রাসী। আগে থেকেই তার বিরুদ্ধে ৫টি মামলা ছিল। নতুন করে তার বিরুদ্ধে কাটাখালী থানায় অস্ত্র ও মাদক আইনে একটি মামলা করা হয়েছে।