Home রাজশাহী রুয়েটে নানা আয়োজনে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ‘বিশ্বব্যাপী শিখুন, স্থানীয়ভাবে প্রয়োগ করুন’ প্রতিপাদ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালন করা হয়েছে।

রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) রাজশাহী চ্যাপ্টার ও ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের রুয়েট শাখার সহযোগিতায় বৃহস্পতিবার দিবসটি পালন করে।

এ উপলক্ষে সকালে রুয়েট প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

শোভাযাত্রা শেষে আলোচনা সভা, সেমিনার, পোস্টার প্রেজেন্টশন, ফটোগ্রাফি কনটেস্ট, জিওগ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম (জিআইএস) প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করা হয়।

এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্রকল্যাণ দপ্তরের উপরিচালক অনুতোষ দাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here