পঞ্চম দফার অবরোধে পুড়ল ১৮ যানবাহন

পঞ্চম দফার অবরোধে পুড়ল ১৮ যানবাহন

অনলাইন ডেস্ক : পঞ্চম দফার অবরোধে ১৮টি যানবাহনে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।

আরও পড়ুনঃ  কুয়েট ভিসির পদত্যাগের দাবি, তালা ভেঙে হলে শিক্ষার্থীরা

তিনি বলেন, দুইদিনে ১৮টি যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা ও ১টি ট্রেন পুড়ে যায়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে তরমুজ বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২

তিনি বলেন, ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৬টি আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ৫টি, ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগ (ঝালকাঠি) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি, সিলেট বিভাগে (সিলেট সদর) ১টি ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ছাত্রদলের সাবেক নেতাকে গুলি করে হত্যা চেষ্টা, পিস্তলসহ আটক ১

এসব আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ২৮ ইউনিট ও ১৫৩ জন জনবল কাজ করে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *