• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পঞ্চম দফার অবরোধে পুড়ল ১৮ যানবাহন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ১১:০৩

পঞ্চম দফার অবরোধে পুড়ল ১৮ যানবাহন

অনলাইন ডেস্ক : পঞ্চম দফার অবরোধে ১৮টি যানবাহনে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।

আরও পড়ুনঃ  দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা হল রুমে,শেওলা সুতারকান্দি টিভির অভিষেক

তিনি বলেন, দুইদিনে ১৮টি যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা ও ১টি ট্রেন পুড়ে যায়।

আরও পড়ুনঃ  ফরিদপুর জেলা শ্রেষ্ঠ সার্কেল আসিফ ইকবাল

তিনি বলেন, ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৬টি আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ৫টি, ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগ (ঝালকাঠি) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি, সিলেট বিভাগে (সিলেট সদর) ১টি ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  গাজীপুরে প্রকাশ্যে চাঁদা চেয়ে বহিষ্কার যুবদল নেতা

এসব আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ২৮ ইউনিট ও ১৫৩ জন জনবল কাজ করে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675