চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকা মূল্যের এক কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। তাঁর নাম রবিউল ইসলাম রুবেল (৪০)। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চৌধুরীর মোড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার দুপুরে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১

গ্রেফতার যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামজীবনপুর-কাচারী এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌধুরীর মোড় এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ১৩৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এ সময় একটি অটোরিকশা জব্দসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর বরণ করে নিলো এপেক্স বাংলাদেশ

রবিউল ইসলাম একজন মাদক কারবারি। পেশায় অটোচালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে তিনি হেরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুনঃ  চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক-হেলপার গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, র‍্যাবের দায়ের করা মামলায় রবিউল ইসলাম রুবেলকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *