যাত্রীবেশে গাড়িতে ওঠে ছিনতাই করতেন তাঁরা

যাত্রীবেশে গাড়িতে ওঠে ছিনতাই করতেন তাঁরা

সুমাইয়া সুলতানা হ্যাপি : পাবনা সদর উপজেলার টেবুনিয়া রেলস্টেশন এলাকায় ইজিবাইকের যাত্রী সেজে উঠে স্বর্ণের চেন ছিনতাইকালে চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আন্তজেলা ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে তাঁদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। তাঁদের নামে থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা আছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে জুট মিলে আগুন

গ্রেপ্তার নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের মানিক মিয়ার স্ত্রী রুবিনা ওরফে রোজিনা খাতুন (৪০), একই এলাকার মহারাজ মিয়ার স্ত্রী হালিমা বেগম (৩৫), রুবেল হোসেনের স্ত্রী নিপা খাতুন (২৫) ও মাসুদ মিয়ার স্ত্রী রুহেলা ওরফে রোহেলা বেগম (২২)। তাঁদের সবার বাড়ি একই গ্রামে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনে ফাতেমা খাতুন নামের এক যাত্রী টেবুনিয়া রেলস্টেশন এলাকায় নামেন। সেখানে ওই নারী ও তাঁর স্বামী জুলহাস খান গন্তব্যে যাওয়ার জন্য একটি ইজিবাইকে ওঠেন।

আরও পড়ুনঃ  যাত্রীবাহী ট্রেনে মিলল ৪ কোটি টাকার এলএসডি ও গহনা

সে সময় পরিকল্পিতভাবে ওই চার নারী একই ইজিবাইকে ওঠেন। পথিমধ্যে তাঁরা অসুস্থতার ভান করে ওই নারী যাত্রীর গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। সে সময় ওই যাত্রী বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আরও পড়ুনঃ  চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় শ্বশুর বাড়ি থেকে ধর্ষক গ্রেফতার!

ওসি আরও জানান, তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় বাস, ট্রেন ও পরিবহনে কৌশলে ছিনতাই ও চুরির কাজ করে আসছেন। তাঁদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *