অনলাইন ডেস্ক : টাঙ্গাইলে লাইনচ্যুত রংপুর এক্সপ্রেস ট্রেনটির ক্ষতিগ্রস্ত বগির উদ্ধারকাজ শেষে প্রায় ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় লাইচ্যুত বগি উদ্ধার করতে পৌঁছায়।
এ সময় উদ্ধারকারী রিলিফ ট্রেনটির ক্রেনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিকল হয়ে পড়ে। এতে উদ্ধারকাজ ব্যহত হয়।
পরে ম্যানুয়ালি লাইনচ্যুত ট্রেনটির বগি চাকাসহ রেল লাইনে উঠানো হয় এবং বগিটি রেলওয়ের শ্রমিকরা ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যাওয়ার পর সেটি ক্রেন দিয়ে ঘারিন্দা স্টেশনে টেনে নেওয়া হয়।
এদিন ৯ ঘণ্টা পর দুপুর ২টায় রংপুর এক্সপ্রেস ট্রেনটির অন্যান্য বগিগুলো সরিয়ে নেওয়া হয়।
জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌন ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটিতে যাত্রীদের মালামাল ছিল।
দুপুর ২টার দিকে লাইনচ্যুত ট্রেনটি অপসারণ করা হয়েছে। লাইনচ্যুতের ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টা ৪০ মিনিটের দিকে সদরের বেতর এলাকায় পৌঁছালে প্রথম বগিটি লাইনচ্যুত হয়। দুপুর ২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।