• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভোরে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই

প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ১১:৪৭

ভোরে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই

অনলাইন ডেস্ক: দুই দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। তবে ব্রাজিলের জন্য সময়টা পক্ষে যাচ্ছে না আরও আগে থেকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে গত তিন ম্যাচ ধরে জয়হীন। এমন নাজুক অবস্থায় থেকে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে আতিথ্য দেবে সেলেসাওরা। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও যে খুব একটা ফুরফুরে মেজাজে আছে, সেটা বলার উপায় নেই। টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর উরুগুয়ের কাছে গত শুক্রবার নিজেদের মাঠে ২-০ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা। একদমই পাত্তা পায়নি বলা যায়। তাই ব্রাজিল ম্যাচে পরিবর্তন আসছে খেলার ধরনে।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমি দল ঠিক করে ফেলেছি কিন্তু খেলোয়াড়দের এখনো জানাইনি। আমরা কিছু ছোট বদল আনব। এই পরিবর্তন পারফরম্যান্সের কারণে হবে না। যদি আমরা পরিবর্তন আনি, তাহলে সেটা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এবং যাতে করে তারা আমাদের ঘায়েল না করতে পারে। ‘

মারাকানাতেই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। তবে দুই বছর আগে সেই মধুর স্মৃতি না টেনে এনে বর্তমানে চোখ দিতে বললেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা এমন এক দল যারা মনে করে বর্তমানের দিকে তাকাতে হবে। ব্রাজিল বিপক্ষে ম্যাচটির আলাদা উত্তাপ রয়েছে কারণ এটি ক্লাসিক ও তাদের মাঠে খেলা। তাই সেই মুহূর্তগুলো মনে করার কোনো প্রয়োজন নেই। সময় কেটে গেছে এবং এখন যা আছে সেদিকে মনোযোগ দিতে হবে আমাদের। ‘

আরও পড়ুনঃ  পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান রান

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে কখনো হারেনি ব্রাজিল। অতীত রেকর্ড অক্ষুণ্ণ রাখতে কঠিন চ্যালেঞ্জ উতরাতে হবে ফার্নান্দো দিনিসের দলকে। কেননা সাম্প্রতিক পারফরম্যান্স কথা বলছে না ব্রাজিলের হয়ে। তার ওপর দলে হানা দিয়েছে চোট।

আরও পড়ুনঃ  গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

নেইমার, কাসেমিরো, এদার মিলিতাও, এদেরসন ময়েস, দানিলোর পর সর্বশেষ এই দলে যোগ হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রের নাম। বলতে গেলে, আর্জেন্টিনার বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছেন না দিনিস। তবে অন্যদের ওপরই আস্থা রাখছেন অন্তর্বর্তীকালীন এই কোচ, ‘দল কী অবস্থায় আছে, সেটা বুঝেই পরিকল্পনা সাজাচ্ছি। এই মুহূর্তে আমাদের দরকার জয়ে ফেরা। জানি, সেটা সহজ হবে না। আর্জেন্টিনা দারুণ করছে। ওদের বিপক্ষে কঠিন লড়াই হবে। ’

পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পাঁচে আছে ব্রাজিল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675