Home চাকুরী চাকরি পাচ্ছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী

চাকরি পাচ্ছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী

চাকরি পাচ্ছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী

স্টাফ রিপোর্টার: রাজশাহী কর্মসংস্থানের মাধ্যমে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের সমাজের মূল স্রোত ধারায় ফিরিয়ে আনার জন্য রাজশাহীতে দিন ব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনের আলো হিজড়া সংঘ বুধবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করে। এতে চাকরি দাতা ১২টি প্রতিষ্ঠান অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও দিনের আলো হিজরা সংঘের উপদেষ্টা জ্যেষ্ঠ সাংবাদিক শরীফ সুমন। চাকরি মেলায় ১২টি বেসরকারি প্রতিষ্ঠান স্টল দেয়। স্টল গুলোতে চাকরি প্রার্থীদের জীবন বৃত্তান্ত গ্রহণ করা হয়। নিজ নিজ যোগ্যতা অনুযায়ী তাদের চাকরি দেওয়া হবে বলে আশা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here