• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিরক্ত সারা টেন্ডুলকার, সতর্ক করলেন সবাইকে

প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ১১:৩৯

বিরক্ত সারা টেন্ডুলকার, সতর্ক করলেন সবাইকে

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিব্রতর পরিস্থিতিতে পড়েছেন শচিনকন্যা সারা টেন্ডুলকার। তার নামে একাধিক ফেক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। যেখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন টুইট করা হচ্ছে। আর সেগুলো ইন্টারনেট দুনিয়ায় বেশ ঝড় তুলছে।

এমন ঘটনায় বেশ বিরক্ত শচীনকন্যা। নিজের অনুরাগীদের সতর্ক করে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে সারা লিখেছেন, সোশ্যাল মিডিয়া অসাধারণ একটা জায়গা। এখানে আমরা নিজের আনন্দ, দুঃখ এবং প্রতিদিনের বিভিন্ন বিষয় ভাগ করে নেই। কিন্তু এখানে প্রযুক্তির অপব্যবহার করে সত্য পাল্টে ফেলা হচ্ছে। ফলে ইন্টারনেটের বিভিন্ন পোস্ট নিয়ে সত্য-মিথ্যার প্রশ্ন সৃষ্টি হচ্ছে।

এরপর সারা লিখেছেন, আমি এমন কিছু ‘ডিপফেক’ ছবি দেখেছি যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এমনকি এক্সে (সাবেক টুইটার) আমার নাম, ছবি ব্যবহার করে কিছু অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, যা মানুষের কাছে ভুল তথ্য দিচ্ছে। নিজের টুইটারে কোনও অ্যাকাউন্ট নেই জানিয়ে সারা লেখেন, এক্সে আমার কোনও অ্যাকাউন্ট নেই। আশা করছি এক্সের সেই অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেওয়া হবে। বিনোদন ভালো, কিন্তু সেটা মিথ্যা কোনো তথ্য দিয়ে নয়। আসুন, আমরা সত্যকে উৎসাহিত করি।

আরও পড়ুনঃ  যীশুর শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন নীলাঞ্জনা!

প্রসঙ্গত, সারা টেন্ডুলকারের নামে একাধিক অ্যাকাউন্ট রয়েছে এক্সে। সেসব অ্যাকাউন্ট থেকে ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে জড়িয়ে নানা মুখরোচক টুইটও পোস্ট করা হয়। যা বেশ বিব্রতকর পরিস্থিতিতেই ফেলেছে শচীনকন্যাকে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675