Home আন্তর্জাতিক ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা

ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা

ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা

অনলাইন ডেস্ক: ইসরায়েলি এক ধনকুবের মালিকানাধীন জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। ভারত মহাসাগরে ড্রোন হামলার শিকার হয় ওই কনটেইনারবাহী জাহাজটি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আরব নিউজের।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন ওই কর্মকর্তা বলেন, মাল্টার পতাকাবাহী জাহাজ সিএমএ সিজিএম সায়মি, ত্রিভুজাকৃতির বোমাবাহী শহীদ-১৩৬ ড্রোনের দ্বারা হামলার শিকার হয়েছে। তবে এতে কোনো ক্রু হতাহত হননি।

ইসরায়েলি ওই জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে গত ১৯ নভেম্বর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের পণ্যবাহী জাহাজ আটক করে। গ্যালাক্সি লিডার নামের বিশালাকৃতির জাহাজটি হুথিরা আটকের এক সপ্তাহ পর ফের ইসরায়েলি জাহাজে হামলার ঘটনা ঘটল।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা চলছে। এর প্রতিবাদে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here