পশ্চিমতীরে ৬ ফিলিস্তিনিকে হত্যা

পশ্চিমতীরে ৬ ফিলিস্তিনিকে হত্যা

অনলাইন ডেস্ক: ইসরাইল-হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতির তৃতীয় দিন চলছে আজ। এরই মধ্যে দখলদার ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিমতীরে ৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

শনিবার জেনিন শহরে অনুপ্রবেশের সময় ইসরাইলি গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত হন বলে মন্ত্রণালয় জানিয়েছে। শনিবার ভোরে জেনিনের নিকটবর্তী কাবাতিয়ায় নিজ বাড়ির বাইরে ২৫ বছর বয়সি এক চিকিৎসক এবং রামাল্লার কাছে এল-বিরেহ এলাকায় আরেক ফিলিস্তিনি নিহত হন। খবর আলজাজিরার।

আরও পড়ুনঃ  ভারতে হাসপাতালের আইসিইউতে যৌন হয়রানির শিকার বিমানবালা

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনারা ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার পর থেকে পশ্চিমতীরে ইসরাইলি হামলা বেড়েছে। হামাসের হামলার পর থেকে ওই অঞ্চলে ৫২ শিশুসহ অন্তত ২২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  হিন্দু মন্দির বোর্ডে মুসলিমদের রাখবেন?

চার দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে এসে ইসরাইলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক সংগঠনটি জানিয়েছে, চুক্তি না মানার কারণে শনিবার দ্বিতীয় দফায় যেসব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল, তাদের মুক্তির বিষয়টি স্থগিত করেছে তারা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *