• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাদশার আসনে নৌকার প্রার্থী নেতাকর্মীদের উচ্ছ্বাস

প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ৯:৩৪

বাদশার আসনে নৌকার প্রার্থী নেতাকর্মীদের উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার: পর পর তিনবার নৌকা প্রতীকে নির্বাচন করে রাজশাহী-২ (সদর) আসনের এমপি হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি এখানে নির্বাচন করেন। তবে বিভাগীয় শহরের এ আসনটিতে নিজ দল থেকেই কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার এখানে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে। নৌকা পেয়েছেন দলের রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন দলটির নেতাকর্মীরা। তারা দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিছিলও করেছেন।
রোববার বিকালে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত হলে সন্ধ্যায় নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর সাহেববাজার ঘুরে এসে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সাধারণ মানুষের মাঝে মিষ্টিও বিতরণ করা হয়। নেতাকর্মীরাও একে-অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাহীন আক্তার রেনী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, নগর যুবলীগের নেতা তৌরিদ আল মাসুদ রনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে পাখিদের অভয়ারণ্যের জন্য খাদ্য ও পানি সরবরাহ

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675