• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মা-বাবা ও হাজার হাজার নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত আসাদ

প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ৮:২৯

মা-বাবা ও হাজার হাজার নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত আসাদ

নিজস্ব প্রতিবেদক : হাজার হাজার নেতা- কর্মীদের ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন মো. আসাদুজ্জামান আসাদ। দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে মনোনীত হওয়ায় এ ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছেন নেতাকর্মী ও হিতাকাংখিরা।

মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌঁছান রাজশাহী জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদ। তাঁকে বিমান বন্দরে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন আসাদের পিতা- মাতা সহ পরিবারের সকল সদস্য

এছাড়াও পবা ও মোহনপুর উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

আরও পড়ুনঃ  নগরীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

এরপর তিনি পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পবা উপজেলা পরিষদ ও পবা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এসময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আসাদুজ্জামান আসাদ বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমার প্রতি বিশ্বাস রেখে এত বড় দায়িত্ব দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান ও আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

তিনি বলেন, ‘আমি দলের দেয়া পবিত্র দায়িত্ব ও সম্মান রক্ষায় আপ্রাণ চেষ্টা করবো’। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, জেলা আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ, পবা উপজেলা আওয়ামী লীগ সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক সাবেক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, কাটাখালি পৌর সাবেক মেয়র আব্বাস আলী।

আরও পড়ুনঃ  বিডিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ জারি

আরো উপস্থিত ছিলেন হুজুরীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেবর আলী, মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম তোতা, জেলা যুবলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন প্রমুখ।

এর আগে প্রবীণ আওয়ামী লীগ কর্মী ও হোটেল ব্যবসায়ী আব্দুল মান্নানের আয়োজনে শুভেচ্ছা কেক কেটে উপস্থিত নেতা-কর্মীদের মিস্টমুখ করান রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675