স্টাফ রিপোর্টার: দলীয় প্রতীকে নির্বাচিত বর্তমান এমপিরা স্বতন্ত্রপ্রার্থী হতে চাইলে আগে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘দলের প্রতীক নিয়ে নির্বাচিত এমপি যারা এবার দলীয় মনোনয়ন পান নি, তারা স্বতন্ত্র হতে চাইলে আগে পদত্যাগ করতে হবে। তা না হলে মনোনয়ন বৈধ হবে না। এটাই নিয়ম’।
দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহীতে মঙ্গলবার দুপুরে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে নির্বাচন কমিশন ।
ইসি রাশেদা সুলতানা বলেন, ‘বিএনপি চাইলে এখনো নির্বাচনে আসতে পারে। তবে তাদের নির্ধারিত সময়ের মধ্যেই আসতে হবে। নির্বাচনের একটা মার্জিনাল টাইম আছে। নেই মার্জিনের ভেতরের আসতে হবে। তাহলে আইন-কানুনের মধ্যে থেকেই নির্বাচনের সিডিউল পুনঃবিবেচনা করা হবে। তবে কে নির্বাচনে আসলো আর কে আসলো না এটি কমিশনর ভাবছে না। এটি যার যার দলের সিদ্ধান্ত। তবে ভোটারদের সচেতন করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। প্রার্থীদৈর নিয়েও বসা হবে। কারণ ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব তাদেরই। এটি কমিশনের কাজ নয়। ভোটাররা যাতে বিনা বাধায় ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারেন, সেবিষয়ে সবরকমেরই কব্যবস্থা নেয়ে কমিশন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে কমিশন। আমরা মাঠ পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের সেই নির্দেশনাই দিয়েছি। কেউ আচরণ বিধি ভঙ্গ করলে বা কোনো নাগরিক নাশকতার অপচেষ্টা করলেই কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে’।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আরো বলেন, যুগে যুগে বিদেশী পর্যবেক্ষকরা এসেছেন। এবারো নির্বাচন পর্যবেক্ষণে দেশী-বিদেশী পর্যবেক্ষকরা থাকবেন। সাংবাদিকরাও থাকবেন। এতে স্বচ্ছ্বতা আরো বাড়বে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথাও ভাবা হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও আঞ্চলিক ািনর্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।