সিনেমার শুটিংয়ে আহত অজয় দেবগন!

সিনেমার শুটিংয়ে আহত অজয় দেবগন!

সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। ‘সিংঘম অ্যাগেইন’ ছবির শুটিং করতে গিয়ে আহত হন তিন। শুটিং চলছিল ভারতের মুম্বাইয়ে। সেখানেই দুর্ঘটনা ঘটে। মুম্বইয়ের ভিলে পার্লেতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অজয়। স্ট্যান্ড করতে গিয়ে চোখে চোট লাগে তার।

একটি মারামারির দৃশ্যে অভিনয় করার সময় ভুল করে অজয়ের চোখে আঘাত লাগে। পরিচালক রোহিত শেট্টি যখন অন্য দৃশ্যের শ্যুটিং করছিলেন, তখন অজয় বিশ্রাম নেন। তার পরপরই শুটিং শুরু করেন অভিনেতা, এই আঘাতের কারণে তার এবং অন্যদের শিডিউলের কোনো প্রভাব পড়েনি।

আরও পড়ুনঃ  বাবার রূপের বর্ণনা দিতে গিয়ে বেফাঁস মন্তব্য, বিতর্কের মুখে ঊর্বশী

গত মাসে ‘সিংঘম অ্যাগেইন’ থেকে অজয় দেবগনের ফার্স্ট লুক প্রকাশ করেন শেট্টি। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, শের আতঙ্ক মচাতা হ্যায়, ঔর জখমি শের তাবাহি! সবার প্রিয় পুলিস, বাজিরাও সিংঘম ইজ ব্যাক!

আরও পড়ুনঃ  কেন রণবীরকে প্রেমিক হিসেব চান না, সোজাসাপ্টা জানিয়ে দেন আনুশকা

পোস্টারে অজয়কে রাগী অবতারে দেখা যাচ্ছে, তিনি সিংহের মতো গর্জন করছেন। ‘সিংঘম অ্যাগেইন’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন করিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ।

আরও পড়ুনঃ  থাইল্যান্ড থেকে যে বার্তা দিলেন মিম

সিংঘমের তৃতীয় ছবিটি চূড়ান্ত সফল হয় বক্স অফিসে। এই ছবি মুক্তি পাবে ২০২৪ সালের স্বাধীনতা দিবসে। অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’র সঙ্গে মুক্তি পাবে সেই ছবি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *