Home আন্তর্জাতিক ফিলিপাইনে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত

ফিলিপাইনে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত

ফিলিপাইনে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত

অনলাইন ডেস্ক : ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। বাসটি রাস্তা থেকে ছিটকে পাহাড়ি গিরিখাদে পড়ে গেলে এসব লোক প্রাণ হারায়। এদের মধ্যে একজন কেনিয়ার নাগরিক ও রয়েছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান রডারিক ট্রেন এএফপি’কে বলেন, বাসটি মঙ্গলবার বিকেলে অ্যান্টিক প্রদেশের হ্যামটিক পৌরসভায় যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

গভর্নর রোডোরা কাদিয়াও স্থানীয় বেতার কেন্দ্র ডিজেডআরএইচ’কে বলেছেন, যাত্রীর মধ্যে চারজন কেনিয়ার নাগরিক ছিল। এদের বেশির ভাগই অ্যান্টিক প্রদেশের বাসিন্দা।

কাদিয়াও বলেন, গিরিখাদটি প্রায় ৩০ মিটার গভীর ছিল। ট্রেন বলেন, দুর্ঘটনায় সাতজন মারাত্মকভাবে আহত হয়।

আহতদের মধ্যেও একজন কেনিয়ার নাগরিক রয়েছে। রাস্তাটি দুর্ঘটনা প্রবণ বলে তিনি উল্লেখ করেন। অবশিষ্ট দুই কেনিয়ার নাগরিকের অবস্থা জানা যায়নি।

ট্রেন বলেন, ‘এটি একটি পাহাড়ি রাস্তা হওয়ায় বাসটি অনেক উঁচু থেকে গিরিখাদে পড়ে। এ কারণে অনেকে হতাহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here