রাশমিকা নয়, ‘অ্যানিম্যাল’র জন্য পরিচালকের পছন্দের ছিলেন পরিণীতি!

রাশমিকা নয়, ‘অ্যানিম্যাল’র জন্য পরিচালকের পছন্দের ছিলেন পরিণীতি!

অনলাইন ডেস্ক : রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’ মুক্তি পেয়েছে গত ১ ডিসেম্বর। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এ ছবি মুক্তির চার দিনের মধ্যেই বক্স অফিসে প্রায় ২৪০ কোটি টাকার ব্যবসা করেছে।

বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ব্যাপক বিতর্কও সঙ্গী এ ছবির। ছবিতে উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ ও হিংসার উদ্‌যাপন দেখিয়েছেন পরিচালক– এমন অভিযোগ উঠেছে। সমালোচনায় মুখর নেটিজেনদের একটি বড় অংশ।

আরও পড়ুনঃ  চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসি : ঋতুপর্ণা

রণবীরের সঙ্গে এ ছবিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে কয়েকদিন আগে জানা যায়, রাশমিকা নন, ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন পরিণীতি চোপড়া। এবার খবর ছড়িয়েছে, ছবিতে তৃপ্তি দিম্রির বিশেষ চরিত্রের জন্যও নাকি প্রথমে অডিশন দিয়েছিলেন অন্য এক অভিনেত্রী। তিনি কে?

বলিপাড়ায় শোনা যাচ্ছে, বঙ্গার ‘অ্যানিম্যাল’-এর জন্য নাকি অডিশন দিয়েছিলেন বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান। রণবীর অভিনীত ছবিতে কয়েক মিনিটের জন্য পর্দায় দেখা গেলেও বিশেষ চরিত্রে নজর কেড়েছেন তৃপ্তি। সেই চরিত্রের জন্যই নাকি অডিশন দিয়েছিলেন সারা। তবে খবর, সারার অডিশন নাকি তেমন পছন্দ হয়নি পরিচালকের। সারা কতটা চরিত্রকে ফুটিয়ে তুলতে পারবেন, তা নিয়ে যথেষ্ট সন্দিহান ছিলেন বঙ্গা। অন্যদিকে, তৃপ্তির অডিশন দেখেই নাকি অভিনেত্রীকে মনে ধরেছিল বঙ্গার। রণবীরের সঙ্গে তার রসায়নও বেশ জমেছে পর্দায়।

আরও পড়ুনঃ  ‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও আসছে

তবে এ খবর প্রকাশ্যে আসার পর তা বিশ্বাস করতে রাজি নন সারার ভক্তরা। তাদের দাবি, ছবিতে তৃপ্তির চরিত্রের যা মেয়াদ, তাতে এমন ভূমিকার জন্য যে সারা অডিশন দিতেও পারেন– তা-ই তারা মানতে নারাজ।

আরও পড়ুনঃ  বৈশাখে বৈচিত্র্যময় জয়া

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *