Home আন্তর্জাতিক সেনাবাহিনীর ভুল ড্রোন হামলায় ৮৫ জন নিহত

সেনাবাহিনীর ভুল ড্রোন হামলায় ৮৫ জন নিহত

সেনাবাহিনীর ভুল ড্রোন হামলায় ৮৫ জন নিহত

অনলাইন ডেস্ক: নাইজেরিয়ার সামরিক বাহিনীর ভুলস্থানে চালানো ড্রোন হামলায় কমপক্ষে ৮৫ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, গত রোববার নাইজেরিয়ার কাদুনা প্রদেশের ইগাবি কাউন্সিল এলাকার তুদুনবিরি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নাইজেরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্রোহীদের লক্ষ্য করে ড্রোন হামলা চালাতে গিয়ে ভুল করে একটি ধর্মীয় উৎসবে ড্রোনটি আঘাত হানে।

গতকাল মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত ৮৫ জনের মরদেহ দাফন করা হয়েছে।

তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের নাইজেরিয়া অফিস জানিয়েছে, এই হামলায় কমপক্ষে ১২০ জন নিহত হয়েছেন।

এই কারণে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here