• ঢাকা, বাংলাদেশ
  • ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মাথায় আঘাত পেয়েছেন ঊর্মিলা

প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৬:২৮

মাথায় আঘাত পেয়েছেন ঊর্মিলা

অনলাইন ডেস্ক : সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে নিজ বাসায় এই দুর্ঘটনার শিকার হন ঊর্মিলা। এতে মাথায় মারাত্মকভাবে জখম হয়েছে অভিনেত্রীর।

আরও পড়ুনঃ  প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু : প্রভা

চিকিৎসকরা জানিয়েছেন, ‘আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে ঊর্মিলাকে। তার সিটি স্ক্যান করা হয়েছে। সেটির রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে আঘাত কতটা গুরুতর।’

আরও পড়ুনঃ  উর্বশীকে আচমকা ধাক্কা ওরির, ক্ষমা না চেয়ে পাল্টা বিদ্রুপ

তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বর্তমানে শঙ্কামুক্ত আছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন।

এর আগে ২১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ঊর্মিলা। বেশ কিছুদিন থাকতে হয়েছিল হাসপাতালে। তার আট মাসের মাথায় দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  লজ্জাও করে না, অভিনেতা স্বামীকে প্রশ্ন স্ত্রীর

ঊর্মিলা শোবিজ অঙ্গনে পা রাখেন ২০০৯ সালে। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পথচলা শুরু তার। এরপর পা রাখেন অভিনয়ের জগতে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675