Home বিনোদন মাথায় আঘাত পেয়েছেন ঊর্মিলা

মাথায় আঘাত পেয়েছেন ঊর্মিলা

মাথায় আঘাত পেয়েছেন ঊর্মিলা

অনলাইন ডেস্ক : সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে নিজ বাসায় এই দুর্ঘটনার শিকার হন ঊর্মিলা। এতে মাথায় মারাত্মকভাবে জখম হয়েছে অভিনেত্রীর।

চিকিৎসকরা জানিয়েছেন, ‘আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে ঊর্মিলাকে। তার সিটি স্ক্যান করা হয়েছে। সেটির রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে আঘাত কতটা গুরুতর।’

তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বর্তমানে শঙ্কামুক্ত আছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন।

এর আগে ২১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ঊর্মিলা। বেশ কিছুদিন থাকতে হয়েছিল হাসপাতালে। তার আট মাসের মাথায় দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেত্রী।

ঊর্মিলা শোবিজ অঙ্গনে পা রাখেন ২০০৯ সালে। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পথচলা শুরু তার। এরপর পা রাখেন অভিনয়ের জগতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here