Home বিনোদন ধমক খেলেন শাহরুখ-কন্যা

ধমক খেলেন শাহরুখ-কন্যা

ধমক খেলেন শাহরুখ-কন্যা

অনলাইন ডেস্ক: সম্প্রতি অমিতাভ বচ্চনের কুইজ শোতে অতিথি হিসেবে আসেন সুহানা খান ও অগস্ত্য নন্দা। সেখানে বাবাকে নিয়ে প্রশ্ন করতে ভুল উত্তর দেওয়ায় অমিতাভ বচ্চনের ধমক খেলেন শাহরুখ-কন্যা। কি এমন প্রশ্ন করা হয়েছিল তাকে?

সুহানাকে এদিন শাহরুখের বিষয়ে অমিতাভ জিজ্ঞেস করেন, ‘এর মধ্যে কোনো সম্মান এখনো পর্যন্ত শাহরুখ খান পাননি?’ চারটি উত্তরের মধ্যে সঠিকটি বেছে নিতে হবে সুহানাকে। পদ্মশ্রী, লিজিয়ন অব অনার, এলিয়ট ডি বা ভলপি কাপ? সুহানা নিমেষে উত্তর দেন, ‘পদ্মশ্রী’।

এটা শুনে সকলেই স্তম্ভিত হয়ে যান। বেদং রায়ান তো বলেই দেন, ‘এটা তুমি কী করে ভুল বলতে পারলে!’ ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ। তবে বাবার পাওয়া সম্মান অজানা ছিল মেয়ে সুহানার। সুযোগ বুঝে শাহরুখ-কন্যার সঙ্গে রসিকতা করতে ছাড়েননি অভিনেতা।

অমিতাভ বলেন, ‘মেয়েই জানেই না যে বাবা কী কী সম্মান পেয়েছে! এত সহজ একটা প্রশ্ন করলাম, সেটাও পারলে না?’ যদিও সবটাই মজার ছলে করেন ‘বিগ বি’।

জোয়া আখতার পরিচালিত ‘দি আর্চিজ’র মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাখরুখ-কন্যা। ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। ইতিমধ্যে মুম্বাইয়ে প্রিমিয়ার হয়ে গিয়েছে এই ছবির। তবে প্রচারের কাজকর্ম এখনও কিছুটা বাকি।

এদিকে প্রায় বছরখানেক ধরে নাকি প্রেম করছেন সুহানা-অগস্ত্য। জোয়া আখতারের ‘দি আর্চিজ’র সেটে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকাসন্তানের। বন্ধুত্ব গড়ায় প্রেমে। যদিও এখনও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউ-ই।

তবে প্রেমে তেমন রাখঢাক নেই চর্চিত যুগলের। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। এবার দাদার শো-তে চর্চিত প্রেমিকাকে নিয়ে হাজির হন অগস্ত্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here