Home আন্তর্জাতিক বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ৯

বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ৯

বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ৯

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত ৯ জন শ্রমিক নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন। রোববার সকালের দিকে মহারাষ্ট্রের মধ্যাঞ্চলীয় নাগপুর জেলায় কারখানায় বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

সালভি নামের ওই পুলিশ কর্মকর্তা বলেছেন, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার একটি কারখানায় সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোলার ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কারখানাটি শিল্প ও সামরিক বিস্ফোরক তৈরি করে। একই সঙ্গে ভারতের প্রতিরক্ষা খাতের জন্য রকেট প্রোপেল্যান্ট ও ওয়ারহেডও তৈরি করা হয় এই কারখানায়।

পুলিশ কর্মকর্তা সালভি বলেছেন, কারখানায় বিস্ফোরণে আহতদের উদ্ধারের পর পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পাারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

রোববার সকালের দিকে বিস্ফোরণের পরপরই পুলিশের একটি তদন্ত দল কারখানাটি পরিদর্শন করেছে। এই তদন্ত দলে ছিলেন পুলিশ কর্মকর্তা সালভি।

তিনি বলেন, বিস্ফোরণের কারণ জানতে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। কারখানাটির গাড়ি পার্কিং এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

এই বিষয়ে জানতে সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার ওয়েবসাইটে দেওয়া টেলিফোন নম্বরে কল করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি বলে । এছাড়া মন্তব্য জানতে ই-মেইল করা হলেও তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here