Home বিনোদন কেনো বিদেশে যেতে পারছেন না রিয়া?

কেনো বিদেশে যেতে পারছেন না রিয়া?

কেনো বিদেশে যেতে পারছেন না রিয়া?

অনলাইন ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৩ বছর হয়ে গেল। অনেক ঝড়ঝাপটার পর বর্তমানে অল্প অল্প করে নিজের জীবনকে গুছিয়ে নিচ্ছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কিন্তু সেই অভিশপ্ত সময়ের রেশ যেন কিছুতেই তার পিছু ছাড়তে চাইছে না!

ছেলের মৃত্যুর জেরে সুশান্তের বাবা অভিনেত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছিলেন। যার জন্য এখনো বিদেশে যেতে পারছেন না অভিনেত্রী। এবার সেই প্রেক্ষিতেই আদালতে দ্বারস্থ হলেন রিয়া।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে যে নোটিস জারি করা হয়েছিল, এবার সেই সার্কুলারটি স্থগিত রাখার আবেদন জানিয়েই বম্বে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।

কাজের পরিসর এবার বাড়াতে চান তিনি। সেই সূত্রে বিদেশেও যেতে হতে পারে। কিন্তু এযাবতকাল সেই লুকআউট নোটিস জারির জন্য দেশের বাইরে যেতে পারেননি রিয়া চক্রবর্তী। তবে এবার কাজের জন্যই বিদেশে যাওয়ার ছাড় পেতে হাইকোর্টে আবেদন জানালেন তিনি।

শুক্রবার অভিনেত্রীর আইনজীবী অভিনব চন্দ্রচূড় বিচারপতির নেতৃত্বের ডিভিশন বেঞ্চের কাছে জানিয়েছেন, মাদক মামলায় জামিন পাওয়ার পর বিশেষ এনডিপিসি আদালতের পক্ষ থেকে বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছিলেন রিয়া চক্রবর্তী। তবে সিবিআই থেকে যে এফআইআর দায়ের করা হয়, তার জন্য দেশের বাইরে যেতে পারেননি তিন বছর।

কিন্তু সিবিআইয়ের ওই মামলার কোনও অগ্রগতি হয়নি। এমনকি রিয়া চক্রবর্তীর নামেও নতুন করে কোনো সমন জারি হয়নি। সেইজন্যই এবার সেই নোটিস থেকে অব্যাহতি পাওয়ার জন্য বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here