• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এবার নতুন প্রেমে মজেছেন আরবাজ!

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৭:০৪

এবার নতুন প্রেমে মজেছেন আরবাজ!

অনলাইন ডেস্ক: বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার আগেই সম্পর্ক ভেঙে যায় বলিউড অভিনেতা আরবাজ খানের। কোনো সম্পর্কই যেন টেকসই হয় না এই তারকার। মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ইতালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।

কিন্তু সেই সম্পর্কও খুব বেশিদিন টেকেনি আরবাজের। এবার নতুন প্রেমে মজেছেন এই তারকা। শোনা যাচ্ছে, বলিউডের মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে প্রেম করছেন আরবাজ।

আরও পড়ুনঃ  রোজা সহজ হোক, প্রার্থনা কবুল হোক : অর্চিতা স্পর্শিয়া

ভারতীয় গণমাধ্যমে একটি সূত্র বলেন, এই সম্পর্কের বিষয়ে ভীষণ সিরিয়াস আরবাজ-শুরা। শুধু তাই নয়, খুব শিগগিরই বিবাহবন্ধনেও আবদ্ধ হবেন এই প্রেমিক যুগল। দুই পরিবার ও তাদের ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  যে কারণে সুহানার নাম মান্নাত রাখতে চেয়েছিলেন শাহরুখ

আরবাজের পরবর্তী সিনেমা ‘পাটনা শুক্লা’র শুটিং সেটে দেখা হয় আরবাজ-শুরা। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি। তবে নিজেদের সম্পর্কের বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তারা।

উল্লেখ্য, ১৯৯৮ সালে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ। পরে ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান।

আরও পড়ুনঃ  ছ’বছরের সম্পর্কে বড় আঘাত পেয়েছিলেন!

কিন্তু ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন মালাইকা-আরবাজ। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675