• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পেয়ে তপুও অবাক

প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৭:৩১

প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পেয়ে তপুও অবাক

অনলাইন ডেস্ক: জাতীয় দল ও বসুন্ধরা কিংসের নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণ। মদ কান্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে গতকাল (শুক্রবার) কিংস-ব্রাদার্স ম্যাচ দিয়ে আবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন। ১২ ডিসেম্বর দলের সঙ্গে অনুশীলন শুরু করেন। সপ্তাহ দু’য়েকের মধ্যেই আবার জায়গা ফিরে পেয়েছেন।

গতকাল শুরু হওয়া প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই একাদশে ছিলেন তপু বর্মণ। কোচ অস্কার ব্রুজন তাকে পুরো ৯০ মিনিটই খেলিয়েছেন।

একাদশে রাখা এবং পুরো ম্যাচ খেলানো উভয় বিষয়ে বেশ বিস্মিত খোদ তপু ,‘ আসলে এত দ্রুত খেলার সুযোগ পাব সত্যিকার অর্থেই ভাবিনি। কাল সাড়ে বারোটার দিকে জানতে পারি আমি ম্যাচে খেলব।

আরও পড়ুনঃ  চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জাজনক রেকর্ড

অস্কারও (কোচ) আমাকে আত্মবিশ্বাস দিয়েছিল আমি পারব।’ সাড়ে চারটায় ছিল ম্যাচ। তাই দুই ঘন্টার মধ্যেই নিজেকে মানসিক ও প্রয়োজনীয় প্রস্তুতি নেন।

ক্লাব ও জাতীয় দল উভয় কোচের কাছে তপু ছিলেন অপরিহার্য নাম। গত তিন মাস নিজ জায়গা হারিয়েছিলেন। এখন পুনরায় সেই জায়গা পুনরুদ্ধার করতে চান, ‘মার্চে জাতীয় দলের বিশ্বকাপ বাছাই।

ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম লিগ চলবে। আমি টানা কয়েকটি ম্যাচ খেলতে পারলে আগের অবস্থানে আসতে পারব এবং জাতীয় দলের কোচও আমাকে ডাকবে আশা করি।’

আরও পড়ুনঃ  পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান রান

টানা ম্যাচ খেলতে হলে ফর্ম ও ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে প্রয়োজন। সেই কাজ করতে বদ্ধ পরিকর এই ডিফেন্ডার, ‘ সব জায়গায় এখন প্রতিদ্বন্দ্বিতা।

আমাকে এজন্য কঠোর পরিশ্রম করতে হবে। এত দ্রুত আমি দলে ফিরতে পেরেছি কারণ ব্যক্তিগতভাবেও আমি ফিটনেস রক্ষার চেষ্টা করেছিলাম। ’

সেপ্টেম্বরে কিংসের হয়ে এএফসি কাপের ম্যাচ খেলে মালদ্বীপ থেকে দেশে ফেরার সময় মদ বহন করেছিলেন তপু সহ আরো কয়েকজন ফুটবলার।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

শৃঙ্খলা বর্হিভূত কাজ করায় শাস্তি পেয়েছিলেন এই তারকা ফুটবলার। সেই ঘৃণিত কাজ সম্পর্কে তপুর অনুতপ্ততা, ‘ঐ কাজটি করা ঠিক হয়নি।’

মদকান্ডের পর ফুটবলারদের সামাজিক মর্যাদায় আঘাত এসেছে। ফুটবলাঙ্গনেও পড়েছে বিরুপ প্রতিক্রিয়া। অনুশীলনে সতীর্থদের কাছ থেকে অবশ্য এ রকম কিছু পাননি তপু , ‘পেছনে হয়তো কিছু বলতে পারে। তবে সামনাসামনি অস্বাভাবিক কোনো আচরণ দেখিনি। সবাই সহায়তাই করেছে।’

আজ (শনিবার) তপু বর্মণের জন্মদিন। শুভ দিনের আগে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরায় তার কাছে সবচেয়ে বড় উপহার এটি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675