Home খেলা বাফুফের ৬ এমপিকে অভিনন্দন, নেই কোন বীর বাহাদুর

বাফুফের ৬ এমপিকে অভিনন্দন, নেই কোন বীর বাহাদুর

বাফুফের ৬ এমপিকে অভিনন্দন, নেই কোন বীর বাহাদুর

অনলাইন ডেস্ক: ক্রীড়াঙ্গন থেকে অনেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নব নির্বাচিত ছয় জন এমপিকে অভিনন্দন বার্তা দিয়েছে।

কিন্তু বাফুফে নেই কোন বীর বাহাদুর। ছয় জনের মধ্যে দুই জন বাফুফের নির্বাহী কমিটির অর্ন্তগত, দুই জন প্রিমিয়ার ফুটবল লিগে অংশ নেওয়া ক্লাবের চেয়ারম্যান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং একজন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি।

বাফুফের অভিনন্দন বার্তায় রয়েছেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, ঢাকা আবাহনীর চেয়ারম্যান সালমান এফ রহমান, চট্টগ্রাম আবাহনীর চেয়ারম্যান এমএ লতিফ ও লক্ষীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান চৌধুরী নয়ন।

ছয় জনই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রতিনিধি হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। ছয় জনই পুনরায় নির্বাচিত হয়েছেন।

বান্দরবান থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবল রেফারি ও বাফুফের সাবেক সহ-সভাপিত বীর বাহাদুর।

বীর বাহাদুর বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনেরও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এক বছর আগে তিনি পদত্যাগ পত্র দিয়েছিলেন।

ফুটবল ফেডারেশনের কাঠামোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকায় ফুটবল ব্যক্তিত্ব অভিনন্দন পাননি। নব নির্বাচিত সংসদ সদস্যের অনেকেরই ফুটবল ও ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ততা থাকলেও বাফুফে শুধু বর্তমান সক্রিয়তার বিষয় বিবেচনায় করে অভিনন্দন দিয়েছে বলে জানান সাধারণ সম্পাদক।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের অন্যতম সফল দল ঢাকা আবাহনী। আবাহনীর চেয়ারম্যান, ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ সহ আরো কয়েকজন পরিচালক এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। বাফুফে শুধু চেয়ারম্যানকেই অভিনন্দন জানিয়েছে।

সাধারণ সম্পাদক ব্যাখ্যা দিয়েছেন, ‘ ক্লাবগুলোর চেয়ারম্যান/ডাইরেক্টর ইনচার্জ/সাধারণ সম্পাদকদের সঙ্গেই আমাদের প্রাতিষ্ঠানিক যোগাযোগ।

তাই নব নির্বাচিত দুই ক্লাবের চেয়ারম্যানকে অভিনন্দন বার্তা দেওয়া হয়েছে।’ বাফুফে অভিনন্দন বার্তা দিলেও এখনো বিসিবি কোনো বিজ্ঞপ্তি দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here