Home খেলা বিয়ে করলেন পেসার খালেদ

বিয়ে করলেন পেসার খালেদ

বিয়ে করলেন পেসার খালেদ

অনলাইন ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দল গুলো ইতিমধ্যে অনুশীলনও শুরু করেছে।

এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন জাতীয় দলের পেসার সৈয়দ খালেদ আহমেদ । তবে এর মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

১০ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে নিজের বিবাহর বিষয়টি নিশ্চিত করেন ৩১ বছর বয়সী ‌এই ক্রিকেটার।

সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি তুলে সংক্ষিপ্ত এক পোস্টে সৈয়দ খালেদ আহমেদ লেখেন, আমি আনুষ্ঠানিকভাবে তার।

বাংলাদেশ দলের হয়ে ১২টি টেস্ট এবং ২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৪ উইকেট শিকার করেন খালেদ । টি-টোয়েন্টিতে ৪৬ ম্যাচে ৫৪ উইকেট শিকার করেন তিনি।

এ ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪ ম্যাচে অংশ নিয়ে ১৩৩ উইকেট শিকার করেন খালেদ। লিস্ট এ ক্রিকেটে ৫৩ ম্যাচে তার সংগ্রহ ৭৩ উইকেট।

গত আসরেও বরিশালের হয়ে খেলেছিলেন তিনি। এবারও তাকে দলে ভিড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেন জাতীয় দলের এই তারকা পেসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here